কবি, গবেষক ও প্রাবন্ধিক। জন্ম ১৯৫৪ সালের ২৮ এপ্রিল। জন্মস্থান টাঙ্গাইল। পড়াশোনো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যে। বাংলাদেশের কবিতায় লোকজ উপাদান [২০০৫] বিষয়ে পিএইচডি করেছেন তিনি। প্রথম কবিতার বই তন্দ্রার কোলে হরিণ [১৯৮৪]। উল্লেখযোগ্য কবিতার বই নিসর্গের নুন, আমার আকাশ, স্বপ্নগুলো বিক্রি হয়ে গেছে, নির্জন জানালা, তাজা গ্রেনেড কিংবা দিবাস্বপ্ন ও নির্বাচিত কবিতা। প্রথম প্রবন্ধগ্রন্থ নজরুলের রাজনৈতিক চিন্তা চেতনা [১৯৯৭]। প্রথম উপন্যাস পরী [১৯৮৬]। তিনি মূলত কবি হলেও লিখেছেন প্রবন্ধ, গল্প ও উপন্যাস। সব মিলিয়ে বর্তমানে বইয়ের সংখ্যা ৬০-এর অধিক। সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন আসফ-উদ-দৌলা স্মৃতি সাহিত্য পুরস্কার [১৯৮৪], কৃতি ফুটবলার সামাদ সাহিত্য পুরস্কার [২০০৪], কবিতালাপ সম্মাননা [২০০৬] ও অতীশ দীপংকর স্বর্ণপদক [২০০৭]। তিনি ভ্রমণপিপাসু মানুষ।