• ডিসেম্বর ২২, ২০২৪

কবি, প্রাবন্ধিক ও শিল্প সমালোচক।  জন্ম ১৯৭১ সালে, চট্টগ্রামের সন্দ্বীপে। এলা হি বরষা তাঁর প্রথম কাব্যগ্রন্থ। প্রকাশিত কাব্যগ্রন্থ আট। ২০২০ সালে প্রকাশিত হয় রাজার কঙ্কাল আর হাইকু সংকলন পাপ পুণ্য। শিল্প সমালোচনার বই নভেরার রূপ প্রকাশিত হয় ২০১৯ সালে। সম্পাদনা করেছেন জাতীয় সাহিত্য, চাড়ালনামাআহমদ ছফা: বাছাই জবাব। বাংলার মতোই তাঁর কবিতা সমাদৃত অপর ভাষায়। স্প্যানিশ, ইতালিয়ান, গ্রিক, স্লোভেনিয়ান, সার্বিয়ান, ইংরেজিসহ কয়েক এশীয় ভাষায় অনূদিত হয়েছে তাঁর লেখা। নিয়মিত লিখছেন দেশি-বিদেশি সাহিত্য পত্রিকায়। ওয়ার্ল্ড পোয়েট্রি মুভমেন্ট [গ্রিস, ২০১৯], সান সালভাদর ইন্টারন্যাশনাল পোয়েট্রি ফেস্টিভাল [এল সালভাদর, ২০২০], লা লিবেলুলা ভাগা পোয়েট্রি ফেস্টিভাল [স্প্যানিশ-আমেরিকা, ২০২০], রাইট ফোর ওয়ার্ড পোয়েট্রি নাইট [ওয়েলস, ২০২০], কৃত্য ইন্টারন্যাশনাল পোয়েট্রি ফেস্টিভাল [ভারত, ২০২০], আমাদা পোয়েট্রি ফেস্টিভাল [এল সালভাদর, ২০২০] ও পাত্রাস ওয়ার্ল্ড পোয়েট্রি ফেস্টিভালে [গ্রিস, ২০২০] উপস্থাপিত হয়েছে তাঁর কবিতা। বর্তমানে ইতালির পোয়েসিয়া ইনভার্সো ম্যাগাজিনের সম্পাদকীয় সদস্য। তিনি তর্ক বাংলার  প্রতিষ্ঠাতা সম্পাদক।