লেখক ও গবেষক। জন্ম ১৯৭৮ সালে, কুমিল্লায়। যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পিএইচডি গবেষক। Sage কর্তৃক প্রকাশিত International Review of Victimology-এর সহকারী সম্পাদক। দেশ-বিদেশের প্রখ্যাত জার্নালে আইন, সমাজ আর অপরাধ নিয়ে গবেষণা-প্রবন্ধ নিয়মিত লিখছেন। তবে মূল অনুরাগ সাহিত্যপাঠ। চাকরি, গবেষণা আর নিছক ভ্রমণের নেশায় ঘুরেছেন দুই ডজন দেশ। বিভিন্ন সাময়িকীতে নিয়মিত লিখছেন ভ্রমণালেখ্য। সম্প্রতি প্রকাশিত হয়েছে সাহিত্য আর আইনি ইতিহাসের যুগলবন্দী বিলেতি সৌরভ [২০২১]।