• ডিসেম্বর ২২, ২০২৪

প্রাবন্ধিক, কবি ও গীতিকার। জন্ম ১৯৭৩ সালের ৮ জানুয়ারি, কুষ্টিয়া শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং গণসঙ্গীত বিষয়ে ডক্টরেট (২০০৯) ডিগ্রি অর্জন করেন। উচ্চতর অধ্যয়ন করেন ২০০৫ সালে জাপানে এবং ২০১৫ সালে দক্ষিণ কোরিয়া ট্র্যাডিশনাল মিউজিকে। আয়ারল্যান্ড, সেøাভেনিয়া, থাইল্যান্ড, চীন, শ্রীলংকা, নেপাল, ভুটান, ভারত, জার্মানি, অস্ট্রিয়ায় তাঁর গবেষণাপত্র পরিবেশিত হয়। প্রথম আলো বর্ষসেরা বই পুরষ্কার [২০১১], দক্ষিণ কোরিয়ায় আরিরাং সিঙ্গিং কনটেস্ট-এ সিলভার এওয়ার্ড [২০১৫], মিউজিক ডিরেক্টর হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার [২০১৬], এবং ২০২০ সালে স্প্রাউটিং সিড ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম এওয়ার্ড অর্জন করেন। প্রথম কাব্যগ্রন্থ কামারশালার ধ্বনি [২০০৪], গবেষণাগ্রন্থ বাংলাদেশের গণসঙ্গীত: বিষয় ও সুরবৈচিত্র্য [২০০৯], রবীন্দ্রনাথ: সঙ্গীত ভাবনা [২০১১], A Historical Perception of Traditional Musical Instruments for Younger Generation  [২০১৫], চলচ্চিত্রসঙ্গীত ও শব্দযোগের ভাষা [২০১৭], সঙ্গীতের প্রয়োগ ও সীমা [২০১৮]। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে অধ্যাপনা করছেন।