নাট্যকার, নির্দেশক ও প্রাবন্ধিক। কবিতা, শিল্প-সমালোচনা, অনুবাদ ও অভিনয় বিশেষ আগ্রহের বিষয়। প্রকাশিত হয় একটি গবেষণামূলক ও তিনটি নাটকের বই। তাঁর লেখা নাটক দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং কলকাতা, ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন গ্রুপ প্রযোজনা করেছে। তাঁর নাটক ইংল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া, দক্ষিণ কোরিয়া এবং ভারতের দিল্লি, পাটনা, কলকাতা ও শান্তিনিকেতনে মঞ্চস্থ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে শিক্ষকতা করেন। বর্তমানে ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের ইংলিশ, ড্রামা অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডিজ স্কুলের অধীনে শেক্সপীয়র ইনস্টিটিউটের পিএইচডি গবেষক।