• ডিসেম্বর ২১, ২০২৪

 

লেখক ও সাংবাদিক। জন্ম বিক্রমপুরে, ১২ জানুয়ারি ১৯৮১ সালে। পেশাজীবনের সূচনা সংবাদপত্রে। দৈনিক, দূরদর্শন, অন্তর্জাল, সাপ্তাহিক নানান মাধ্যমে কাজ করেছেন, এখনও করছেন। কবিতা, কথাশিল্প, সমালোচনা, গবেষণা, ঢাকা আর ভোজনশিল্প নিয়ে তায়েব মিল্লাত হোসেনের আগ্রহ অসীম। নিয়মিত লিখছেন বিভিন্ন পত্র-পত্রিকায়।