• ডিসেম্বর ২১, ২০২৪

কবি ও প্রাবন্ধিক। জন্ম ৯ সেপ্টেম্বর ১৯৭৩ সালে, ময়মনসিংহের মুক্তাগাছায়। প্রকাশিত কাব্যগ্রন্থ লখিন্দরের গান [২০০৬], অশ্রুপার্বণ [২০১১], কাক তার ভোরের কোকিল [২০১৭], রোহিঙ্গাপুস্তকে আত্মহত্যা লেখা নেই [২০১৮]। ‘লখিন্দরের গান’ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ ‘Song of Lokhindar’ প্রকাশিত হয় ২০১৪ সালে। সম্পাদনা করতেন লিটলম্যাগ মেইনরোড। পেয়েছেন ‘কবিতাসংক্রান্তি সম্মাননা ২০০৭’ ও ‘লোক লেখক সম্মাননা ২০২০’। বর্তমানে শিক্ষকতা করছেন একটি সরকারি কলেজে।