• ডিসেম্বর ২১, ২০২৪

অনুবাদক ও লেখক। তাঁর উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থ হচ্ছে গোলাপের নাম [উমবের্তো একো], নিঃসঙ্গতার একশ বছর [গাব্রিয়েল গার্সিয়া মার্কেস], সোফির জগৎ [ইয়স্তাইন গোর্ডার], গেরিলা গার্লসের পাশ্চাত্য শিল্প ইতিহাস বিষয়ক প্রবেশিকা [গেরিলা গার্লস], লাতিন ভাষার কথা [তরে ইয়নসন], ইংরেজি ভাষার ইতিহাস [ব্রিজিত ভাইনি], ফাউন্ডেশন [আইজাক আসিমভ], রচয়িতার মৃত্যু [রলাঁ বার্ত] ইত্যাদি। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা রত।