• ডিসেম্বর ২১, ২০২৪

গল্পকার, প্রাবন্ধিক ও সাংবাদিক। জন্ম ১৯৬৯ সালে, চট্টগ্রামে। কবিতা দিয়েই লেখালেখির শুরু। তবে তিন দশক ধরে গল্প লিখছেন আত্মমগ্নতায়। ছোটকাগজ  কেন্দ্রিক সাহিত্য চর্চা ও আন্দোলনের অন্যতম একজন প্রবক্তা। গল্প, জার্নাল, প্রবন্ধ প্রকাশিত হয়েছে অনিন্দ্য, দুয়েন্দ, প্রতিশিল্প, দ্রষ্টব্য, গাণ্ডীব, চালচিত্র, ডানার করাত, নিসর্গ, কফিন টেক্সট শিরোনামের ছোটকাগজে। ২০০০ সালে শিল্পী শাহীনুর রহমানের অবাণিজ্যিক জ্যা প্রকাশনী থেকে প্রথম গল্পগ্রন্থ জটিলের জটিলতাজনিত জটিলতা প্রকাশিত হয়। জ্যা থেকেই প্রকশিত হয় গল্পগ্রস্থ টেরর হানট [২০০৭]  এবং সর্বশেষ কাকা কাকে কোনো কা কা করে [২০১২]। শিল্প সৃজনের নবতর বিন্দু হিসেবে গল্পের সঙ্গে শিল্পী শাহিনুর রহমানের শিল্পকর্মের যৌথ প্রয়াস গ্রন্থগুলো। তাঁর বর্তমান পেশা সাংবাদিকতা।