• ডিসেম্বর ২২, ২০২৪

কবি, শিশু সাহিত্যিক ও প্রাবন্ধিক। জন্ম ১৩ মার্চ ১৯৫৯ সালে, চট্টগ্রামে। পড়াশোনা বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। প্রকাশিত কাব্যগ্রন্থ প্রাগৈতিহাসিক দুঃখ [১৯৮৮], আকাশ বুনন [১৯৯৭], প্রতিমা বিজ্ঞান [২০০১], বাস্তুসাপও পালিয়ে বেড়ায় [২০০৫], প্রাচীন প্রার্থনাগুলো [২০০৮], নির্বাচিত কবিতা [সংবেদ সংস্করণ (২০১৪), খড়িমাটি সংস্করণ (২০১৮)], আমিহীন আমার ছায়াগুলো [২০২০]। যৌথ কাব্যগ্রন্থ দ্রৌপদীর প্রেমিকেরা এবং দ্রৌপদীর প্রেমিকেরা ও অন্য একজন। উপন্যাস অ্যাকুরিয়ামের দিনগুলো [২০১৮]। ছোটদের উপন্যাস দূর সাগরে পথ হারিয়েমেছো ভূতের গল্প [২০০৮]। ছোটদের গল্প পরি ও জাদুর তুলি [২০০৯], জাদুর বেলুনঅবিকল স্বপ্নের মতো [২০১৯] এবং সে এক আশ্চর্য বাতি [২০২১]। পরিবেশ বিষয়ক বই তৃণভূমি [১৯৯৩]। সম্পাদনা করছেন কবিতার কাগজ মধ্যাহ্ন। কবিতার জন্য পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন ২১ শে পদক। বর্তমানে কাজ করছেন প্রথম আলো পত্রিকায়।