জীবাশ্ম

 

[এক অঙ্কের মাইমোড্রামা]
অঙ্ক: এক
দৃশ্য: পাঁচ
চরিত্র:
১. একটি লোক [পুরুষ]
২. আগন্তুক [পুরুষ]
৩. একটি নারী

 

প্রথম দৃশ্য

অন্ধকার। আলো জ্বলে উঠল। একজন লোক [পুরুষ] ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। কপালের কাছে হাত নিয়ে মনে হলো সামনের দিকে কী যেন দেখছে, খুঁজছে। কাউকে খুঁজে পেল না। মঞ্চের মাঝখানে আসন পেতে বসল। ঝিমুনি-ঝিমুনি ভাব। ঘুমিয়ে পড়ল।

 

দ্বিতীয় দৃশ্য

হকচকিয়ে জেগে উঠল [ঘুমিয়ে পড়া এবং জেগে ওঠার মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে]। উঠতে গিয়ে পরনের পাজামা খুলে গেল, দ্রুত পরে নিল আবার। মঞ্চের চারদিকে ক্ষিপ্রগতিতে ঘুরছে। কিছু একটা খুঁজছে। কাউকে খুঁজছে। না, কাউকে পেল না। ধীরে ধীরে ক্লান্ত ভঙিতে আবার মঞ্চের মাঝখানে চলে এল। হঠাৎ শঙ্কিত ভাব। নিজের ভেতর কুঁকড়ে যেতে লাগল। হাতের তালুতে চোখমুখ ঢেকে অর্ধনমিত হলো। পরক্ষণেই দ্রুত পায়ে মঞ্চের এক কোনায় চলে গেল। সেখান থেকে উঁকি দিয়ে ফাঁকা মঞ্চটা দেখছে। আবার মঞ্চের আরেক কোণে চলে গেল। সেখান থেকেও উঁকি দিয়ে পুরো ফাঁকা মঞ্চটাকে দেখছে। আবার ধীরে ধীরে আলুলায়িত ভঙ্গিতে মঞ্চের মাঝখানে ফিরে এল। আসন পেতে বসল। ঝিমুনি-ঝিমুনি ভাব। মাথার নিচে দুহাত দিয়ে জড়সড়ভাবে এক কাত হয়ে ঘুমিয়ে পড়ল।

 

তৃতীয় দৃশ্য

ঘুম থেকে জেগে উঠল। চোখ মেলতেই অবাক, বড় বড় চোখ করে সামনের দিকে তাকিয়ে আছে, যেন কিছু বুঝে উঠতে পারছে না। আরেকটি মুখ তার মুখের সামনে। সে লাফ দিয়ে উঠে দাঁড়াল। একটু পেছনে সরে গেল, আবার আগন্তুকের সামনে এসে দাঁড়াল। আগন্তুকের হাত ধরল, দেখল, ছেড়ে দিল। তারপর নিজের এক হাত দিয়ে আরেক হাত ধরল, দেখল, ছেড়ে দিল। আগন্তুকও একইভাবে একই ভঙ্গিতে লোকটির একটি হাত ধরল, দেখল, তারপর ছেড়ে দিল। একজন আরেকজনের দিকে তাকাল। তারপর নিজেকে দেখার চেষ্টা করল। আবার এক অপরের দিকে তাকাল। তারপর দুজনই দ্রুত একজন আরেকজন থেকে সামনের দিকে মুখ করে বেশ অনেকটা পেছনে সরে গেল। দুজনে একই ভঙ্গিতে একইভাবে মঞ্চের চারদিকে ঘাড় ঘুরিয়ে দেখছে। আবার দুজন দ্রুত মুখোমুখি হলো। লোকটি নিজের একটি পা নিজে উঁচু করে ধরল, দেখল, ছেড়ে দিল। আগন্তুকও একই ভঙ্গিতে নিজের একটি পা উঁচু করে ধরল, দেখল, তারপর ছেড়ে দিল। এবার লোকটি আগন্তুকের একটি পা উঁচু করে ধরল, দেখল, তারপর ছেড়ে দিল। আগন্তুকও লোকটির একটি পা উঁচু করে ধরল, দেখল, তারপর ছেড়ে দিল। এবার দুজনই দুজনের ভেতর কিছু একটা খোঁজার ভঙ্গিতে মুখোমুখি অবস্থায় এক পাক ঘুরল। হঠাৎ করেই লোকটি আগন্তুকের গলা টিপে ধরল। আগন্তুক হাত-পা ছুড়তে লাগল। লোকটি আগন্তুকের গলা আরও জোরে চেপে ধরল। আগন্তুক শ্বাস নিতে পারছে না কিন্তু তার মুখে হাসির ভঙ্গি। আগন্তুক মরে গেল। মঞ্চে মৃত পড়ে রইল আগন্তুক। লোকটি মৃত আগন্তুকের শরীর মাথা থেকে পা পর্যন্ত ধীরে ধীরে দেখল। ঘুরে ঘুরে দেখল। তার মুখে হাসি ফুটে ঊঠল। ক্লান্ত ভঙ্গিতে বসে পড়ল। ধীরে ধীরে শুয়ে পড়ল। এবার হাত-পা ছড়িয়ে ঘুমিয়ে পড়ল।

 

চতুর্থ দৃশ্য

[মঞ্চে আগন্তুক মৃত পড়ে থাকবে।]

বাতাসের শিহরণএমন একটি অনুভূতি নিয়ে লোকটি ঘুম থেকে জেগে উঠল। যেদিক থেকে বাতাস আসছে সেদিকে শিহরিত ভঙ্গিতে ছুটে গেল। মঞ্চের এক পাশে একটি গাছ [একটি নারী মূর্তি গাছের ভঙ্গিমায় ডালের মতো দুহাত মেলে দাঁড়িয়ে আছে]। গাছের চারদিকে ঘুরে ঘুরে লোকটি বিস্ময়ে দেখছে। কিছুক্ষণ পর লোকটিকে অবাক করে দিয়ে গাছটি [গাছের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা নারী] তার সামনে এসে দাঁড়াল নারীর ভঙ্গিতে। তারা দুজন মুখোমুখি দাঁড়িয়ে। ঘুরে ঘুরে একজন আরেকজনকে দেখছে। দুজনই দ্রুত একজন আরেকজন থেকে পেছনে সরে গেল। আবার সামনে এল। একজন আরেকজনের সামনে কুণ্ঠিত ভঙ্গিতে দাঁড়াল। একে অন্যের হাত টেনে ধরল। এক অভূতপূর্ব শিহরণ খেলে গেল দুজনের মনে। অপূর্ব ভঙ্গিমায় দুজন ঘুরে ঘুরে নৃত্য করল। নারী মূর্তিটির পেছনে লোকটি দাঁড়াল, গলা জড়িয়ে ধরল, নারী মূর্তিটি তার দুহাত দুদিকে ছড়িয়ে দিল, পাখির ডানার ভঙ্গিতে দুহাত নাড়াতে থাকল। লোকটি হেসে উঠল, নারী মূর্তিটি তখন কাঁদল [হাসি এবং কান্নার ভঙ্গি]। পরক্ষণেই নারী মূর্তিটি হেসে উঠল আর লোকটি কাঁদল। এরপর একই ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে তারা একসঙ্গে কাঁদল, কাঁদার পর একসঙ্গে হাসল। লোকটি নারীটির গলা জড়িয়ে ছিল, এবার গলাটি সেই জড়ানো অবস্থায় একটু একটু করে জোরে চেপে ধরল। নারী মূর্তিটি হাত [পাখির ডানার ভঙ্গিতে] ছুড়তে লাগল, পা ছুড়তে লাগল কিন্তু তার মুখে হাসি। ক্রমে তার হাত-পা ছোড়ার ভঙ্গি স্তিমিত হয়ে এলিয়ে পড়ল। নারী মূর্তিটি মৃত পড়ে রইল। লোকটি নারী মূর্তিটির মাথা থেকে পা পর্যন্ত ধীরে ধীরে দেখল। তারপর ক্লান্ত ভঙ্গিতে বসে পড়ল। ধীরে ধীরে শুয়ে পড়ল। মাথার নিচে দুহাত দিয়ে এক কাত হয়ে জড়সড়ভাবে আবার ঘুমিয়ে পড়ল। 

 

পঞ্চম দৃশ্য

[এ-দৃশ্যে মঞ্চে আগন্তুক এবং নারী মূর্তি দুজনেই মৃত পড়ে থাকবে।]

লোকটি আবার ধীরে ধীরে জেগে উঠবে। বসবে। হাই তুলবে। উঠে দাঁড়াবে। অবাক হয়ে মৃত পড়ে থাকা দুজনকে দেখবে। মৃত পড়ে থাকা আগন্তুকের সামনে গিয়ে দাঁড়াবে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, চিনতে পারবে না। এরপর মৃত পড়ে থাকা নারী মূর্তিটির সামনে গিয়ে দাঁড়াবে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, চিনতে পারবে না। সরে আসবে। মঞ্চের সামনের দিকে তাকিয়ে কিছু একটা খুঁজতে থাকবে, কাউকে খুঁজতে থাকবে। পেছনে ফিরবে। কিছু একটা খোঁজার ভঙ্গি করে, কাউকে খোঁজার ভঙ্গি করে মঞ্চের বাইরে বের হয়ে যাবে। মঞ্চে পড়ে থাকবে মৃত দুজন।

আবার অন্ধকার হয়ে যাবে। [পর্দা নামবে]