• ডিসেম্বর ২৩, ২০২৪

কবি ও সম্পাদক। জন্ম ১৮ আগস্ট ১৯৭৭, মুন্সিগঞ্জ জেলায়। বড় হয়েছেন চট্টগ্রাম শহরে। ইংরেজি সাহিত্যে এবং পপুলেশন, রিপ্রোডাকটিভ হেলথ, জেন্ডার এন্ড ডেভালপমেন্ট-এ স্নাতকোত্তর। প্রকাশিত কাব‌্যগ্রন্থ গ্লাসের শেষবিন্দু জল [২০২১],  রাতের বাসগুলো [২০১৯], বিড়ালের সঙ্গে [২০১৪], আহত চড়ুই [২০০৬], অনন্তর জেগে থাকে দীঘল পিপাসা [২০০০]। অনুবাদগ্রন্থ আরবি ভাষার কবি ফুয়াদ রিফকার নির্বাচিত কবিতা: বেদনার্ত গাঢ়পাতাগুলো [২০১৮],  নতুন আরবের কণ্ঠস্বর: কাসিম হাদ্দাদের নির্বাচিত কবিতা [২০১৬], নোবেল বিজয়ী কবি টমাস ট্রান্সট্রোমারের নির্বাচিত কবিতা [২০১২]। সম্পাদনা করছেন ছোটকাগজ ফলক ও চর্যাপদ