• ডিসেম্বর ২৩, ২০২৪

শিক্ষক, অর্থনীতিবিদ ও গবেষক। জন্ম ১৯৫৬ সালে ২২ সেপ্টেম্বর, জামালপুরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করছেন। বাম রাজনৈতিক আন্দোলনের কর্মী। বরাবরই বিশ্বব্যাপী শোষণ, বৈষম্য, নিপীড়ন ও আধিপত্য বিরোধী তত্ত্বচর্চা ও লড়াইয়ে সক্রিয় অংশ নেন তিনি। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদে জনগণের মালিকানা প্রতিষ্ঠার আন্দোলনসহ যে কোন প্রকার নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব। তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধের বই বিশ্ব পুঁজিবাদ ও বাংলাদেশের অনুন্নয়ন [১৯৮৩], বাংলাদেশের সমাজ, সময় ও মানুষের লড়াই [১৯৯০], বাংলাদেশের অর্থনীতির চালচিত্র [২০০০], উন্নয়নের রাজনীতি [২০০৬, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সাম্রাজ্যবাদ ও ভারতপ্রশ্ন [২০১৪], আনু মুহাম্মদের সাক্ষাৎকার  ইত্যাদি।