• ডিসেম্বর ২৩, ২০২৪

প্রাবন্ধিক, অনুবাদক ও সাংবাদিক। জন্ম ২২ সেপ্টেম্বর, ঢাকায়। স্নাতক সম্পন্ন করেছেন কম্পিউটার বিজ্ঞানে। আর স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে, নরওয়ে সরকারের বৃত্তি নিয়ে। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র নিয়ে স্নাতকোত্তর শেষ করেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে চলচ্চিত্র পাঠ সহায়িকা, চলচ্চিত্র বিচার, শাহবাগ: রাজনীতি ধর্ম চেতনা, বিবিধ অভাব: লিওনার্দো লালন লাকাঁ, বলিউড বাহাস প্রভৃতি। ২০০৫ সাল থেকে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। কাজ করেছেন আরটিভি, বৈশাখী টেলিভিশন, এটিএন নিউজ, এনটিভি অনলাইনে। বর্তমানে আছেন জাগরণ অনলাইনের প্রধান হিসেবে। সম্পাদনা করছেন ‍সিনেমা দর্শন নামের চলচ্চিত্র বিষয়ক পত্রিকা।