• ডিসেম্বর ২২, ২০২৪

গল্পকার ও প্রাবন্ধিক। জন্ম ১৯৬৭ সালে, পটুয়াখালীতে। মূলত গল্প লেখেন তিনি। শখ ভ্রমণ। প্রকাশিত গল্পগ্রন্থ রাজার কবিলা [২০০১], চোখে চশমা বগলে ইট [২০০৫], হারানো বিজ্ঞপ্তি সাউন্ড ইফেক্ট বাঙালিসমগ্র জবানপির কচুখাইন এবং সোনাদিয়াগুচ্ছ [২০০৮], রুব্বতি পিঞ্চুকরাইকোলারুরে [২০১৭]। যুগান্তরসমস্বর নামে দুটো ছোট কাগজ সম্পাদনা করেছেন তিনি।