• ডিসেম্বর ২২, ২০২৪

কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক। জন্ম ১৯৬৬ সালের ১৪ নভেম্বর, ঢাকার লালবাগে। প্রথম ছোটগল্পের বই কলকব্জার মানুষ [১৯৯৯]। অন্যান্য গল্পগ্রন্থ খেলা দেখে যান বাবু [২০০৭], আদম হাওয়া বন্দুক [২০১০], পুচ্ছ নাচিবার কালে [২০১১], অনেক ভিড়ের অনেক নির্জনে [২০১৩], সর্বস্তরের জনগণ [২০১৬], আজমিরের ট্রেন [২০১৯] এবং গল্পসমগ্র [২০২১]। উপন্যাস তিতমৌ [২০০৩], মন বাড়ি নাই [২০০৯], তুমি আর নেই সে তুমি [২০১৩]। ভ্রমণোপন্যাস মহানন্দার তীরে [২০০৮], বুকের ভেতর এক বন আছে [২০১২] এবং এক বর্ষায় [২০১৭]। শিশুতোষ গল্পের বই এক যে ছিল বৃষ্টি [২০০৮] ও সুন্দরবনে একরাত [২০১৭]। সম্পাদনা করেছেন চিত্রকলা বিষয়ক গল্প সংকলন শিল্পের গল্প গল্পের শিল্পী, রশীদ করীম স্মারকগ্রন্থ একজন উত্তমপুরুষ এবং অগ্রন্থিত রশীদ করীম। জীবনীগ্রন্থ রশীদ করীম [২০১৪]। চাকরি ছেড়ে বর্তমানে শুধু লেখালেখি করেন।