• ডিসেম্বর ২২, ২০২৪

কবি, প্রাবন্ধিক ও গবেষক। জন্ম ২৩ জুন ১৯৬১ সালে, চট্টগ্রামে। আশির দশকের গোড়া থেকে লেখালেখি শুরু করেন তিনি। তাঁর প্রথম কাব্যগ্রন্থ জোস্‌না কেমন ফুটেছে [১৯৮২]। নব্বই দশকে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জাতিগোষ্ঠীর তৃণমূল সংস্কৃতি ও জীবনাচরণকে তিনি তাঁর কবিতায় অনন্য ভাষিক বৈশিষ্ট্যে উপস্থাপন করছেন। ১৯৯৭ সালে প্রকাশিত আদিবাসী কাব্য তাঁকে ব্যাপক খ্যাতি দিয়েছে। কবিতা ও গদ্য মিলিয়ে তাঁর ২৭টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সর্বশেষ প্রকাশিত গদ্যগ্রন্থ আদিবাসী সাহিত্যের দিগবলয় [২০২১]। তিনি সম্পাদনা করছেন ছোট কাগজ পুষ্পকরথসমুজ্জ্বল সুবাতাস।  নিয়মিত লিখছেন বিভিন্ন পত্র-পত্রিকায়। পেশায় সাংবাদিক।