• ডিসেম্বর ২২, ২০২৪

লেখক, গবেষক ও অধ্যাপক। জন্ম নড়াইল ১৯৬৫ সালে। লিখেছেন কবিতা, গল্প, উপন্যাস এবং ভ্রমণকাহিনী। গবেষণা, নিবন্ধ, উপন্যাস, গল্প, কবিতা এসব মিলিয়ে গ্রন্থের সংখ্যা ত্রিশের বেশি। প্রকাশিত হয়েছে তাঁর দুটো কাব্যগ্রন্থ। প্রথম কাব্যগ্রন্থ নক্ষত্র জানে না কক্ষপথ কত দূর [২০১৭]। প্রথম গল্পগ্রন্থ জোৎস্নাহত প্রকাশিত হয় ২০০৯ সালে। প্রথম উপন্যাস পিছুটান ১৯৯৮ সালে। অন্যান্য উপন্যাস ভূমিকম্প পাখির ডাক [২০২০] ও যাদুকাঁটা [২০২১]। প্রথম প্রবন্ধের বই রবীন্দ্র প্রতিভার নানাদিক [২০০১]। প্রথম গবেষণাগ্রন্থ আনিস চৌধুরীর জীবনী [১৯৯৫]। ভালোবাসেন পড়তে, পড়াতে, মুভি দেখতে, গান শুনতে আর ভ্রমণ করতে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক।