• ডিসেম্বর ২২, ২০২৪

লেখক, নাট্যকার ও চলচ্চিত্রকার। জন্ম ১৯৭৪ সালে, চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে স্নাতকোত্তর। অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে ফিল্ম এন্ড মিডিয়া প্রোডাকশনে মাস্টার্স করেছেন। মোনাস বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র ও বিপ্লবের আন্তঃসম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি। গবেষণার কেন্দ্রে রেখেছেন ব্রিটিশ চলচ্চিত্র গুরু পিটার ওয়াটকিন্সের চলচ্চিত্রকে। লেখালেখির শুরু নব্বই দশকে। লিখছেন জাতীয় দৈনিকসহ বিভিন্ন শিল্প ও সাহিত্য পত্রিকায়। অভিনেতা এবং নাট্যকার হিসেবে বাংলাদেশের গ্রুপ থিয়েটার এবং মূকাভিনয় আন্দোলনে যুক্ত ছিলেন। দুটি নাটক পাগল আর ক্ষতের পাঁচালী মঞ্চায়ন করেছে নাটুয়া ও উদীচী। পরিচালনা করেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে নিয়ে ডকু-ফিকশন বুক তার বাংলাদেশের হৃদয়। বর্তমানে কাজ করছেন জাপানের গণসম্প্রচার কেন্দ্র এনএইচকে ওয়ার্ল্ডে। পাশাপাশি টোকিও ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজে শিক্ষকতার সঙ্গে যুক্ত।