আওলাদ হোসেনের অপ্রকাশিত কবিতা

 

লাল টকটকে চেকশার্টের

অনেক বাসের ভিড়ে সুচিত্রা
যেন এক অতিকায় রতি শাস্ত্রে মাদী চিতা; ডোরাকাটা
অলংকৃত ট্রাফিক জ্যামের জনারণ্যে
সচকিতা হরিণী চমকে-থমকে যাও যেন
কানখাড়া খরগোশ আটকা পড়েছে সহসা

জাটকা, পদ্মায়, রোদ ঝিলমিলি ঔজ্জ্বল্যে উরুর
আয়না, প্রতিফলিত রমনার পল্লবিনী
রঙিন বাসটি আজ উৎসব

বিশেষ দিবস যেন কুচকাওয়াজ, ড্রামসেট, স্কাউট সঙ্গীত
পদযাত্রায় শামিল পরীদল মোঘল চিত্রের
সমঝদার সময়, পাখা গজিয়েছে যার
যখন এয়ারপোর্ট থেকে নেমে আসছে
আমাদের প্রধান সড়কে
একটি খুব রঙিন ডাবল ডেকার আজ!

 

ওল্ড ইজ গোল্ড

ওল্ড পুলিশ লাইনে আমাদের
                        প্রবীণ হিতৈষী ক্লাব
সন্ধের সময় আমাদের আড্ডামারি
সোনা হয়ে গেছে পুরাতন কিছু
                   আর কিছু নবীন বুনন

আশ্চর্য কিমিয়া স্ট্রাকচারে
হেমন্তের শহর সীমান্তে
      হেলমেটে ঘাসফুল সবুজে অপার

গোঁফের প্রজাপতি জুতোর ফিতেয়
চেতনার প্রত্নরত্ন সন্ধানী জেনারেল
অভিমান ভরে ঘুমিয়ে ছিলেন
                          সভ্যতা জাগিয়ে রেখে

ওল্ড ইজ গোল্ড
আপ্তবাক্যে দৌড়ুচ্ছেন বোল্ট!

 

অন্য কবিতা

অন্য কেউ অন্য স্বরে অন্য কথাই বলছে
বিপ্লব বসত করে অন্য স্বরে

অন্য কবিতা এক পশলা
শূন্য পরে পোশতা করা প্রাচ্য এবং প্রতীচ্য ঘ্রাণ

অন্য কবিতা ইলশেগুঁড়ি
সুজলা সুফলা ইলিবিলি কলা
                              কাকলি মুখরা ঝাল ও মুড়ি

রিমঝিম রিম, ঝুম ঝুমা ঝুম
                           সুরঙ্গনার রবিবাসরীয়
উত্তরীয় কণ্ঠে দোলানো কবি সমাবেশ

অন্য কবিতা সুরঙিনা
মুষলধারায় মন্দ্র মুখরা
                       কলকল্লৌল সমুদ্রিতা
অন্য কবিতা অন্য রকম!


চর্যাপদ

ছায়া বনভূমি জ্বলে দাবানল
বনপোড়া হরিণীর মতন ছুটছে দিগ্বিদিক
প্রাচীন উপমা রে তুঁ আপনা মাংসে কেন বৈরি ভৈলু!

গোচারণ ভূমি
প্রতিজ্ঞাপূর্ণ বেলুন হৃদয়
                            তোমার আপন হাতের দোলে
                                                 উড্ডীন উড়ক্কু

হাওয়ায় হাওয়ায় হাহাকার
                           বাজে শামুকের খোলে
                                         বাতাস আওয়াজ

মুক্তিযোদ্ধার বাঁশি
ওহরে ভূসুকু ঘরকে জৈলু
এ্যাদ্দিনে বুঝি বাঙালি হৈলু
আপন বহুকে তুঁ পরকে ভেজিলু!