তর্ক বাংলার সাহিত্য সভা স্থগিত, তারিখ শিগগির জানানো হবে

 

অনিবার্য কারণবশত তর্ক বাংলার ৭ জানুয়ারি ২০২২, শুক্রবার সকাল ১১টার সাহিত্য বক্তৃতা স্থগিত করা হলো। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। লেখক, অধ্যাপক ও গণবুদ্ধিজীবী সলিমুল্লাহ খানের এই বক্তৃতার তারিখ শিগগির জানানো হবে। আপনাদের ভালোবাসা ও সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।