তর্ক অড্ডার প্রথম সাহিত্য বক্তৃতা ৭ জানুয়ারি
তর্ক অড্ডার প্রথম সাহিত্য বক্তৃতা শুরু হবে ১১ জানুয়ারি ২০২২, শুক্রবার, সকাল ১১ টায়। বক্তৃতার বিষয় মার্কিন প্রাচ্য ব্যবসায় ও বাঙালি মুসলমান। সাহিত্য আড্ডায় বক্তব্য রাখবেন গণবুদ্ধিজীবী, লেখক ও অধ্যাপক সলিমুল্লাহ খান। বক্তৃতাটি দুই পর্বে শেষ হবে। অনুষ্ঠানের স্থান রাহাত টাওয়ার [৭ম তলা], বাংলামটর [লিংক রোড], ঢাকা ১০০০। অনুষ্ঠানটির সহযোগীতায় রয়েছে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক জার্নাল তর্ক বাংলা, পুস্তক বিক্রয় ও বিপণন প্রতিষ্ঠান বাছাই বই।
আপনাদের আয়োজিত অনুষ্ঠানে আমরা সাধারণেরা অংশগ্রহণ করতে পারব কি?
মোঃ আসাদুজ্জামান
জানুয়ারি ০২, ২০২২ ০৫:১১
এখানে কি সবাই এলাও?
তাহমীদ
জানুয়ারি ০২, ২০২২ ২৩:২৭
আমি উপস্থিত হতে চাই।
Mohammad Nurul Amin।।।
জানুয়ারি ০১, ২০২২ ২৩:৫৪