আগুন ও অন্যান্য কবিতা


দুঃখ 

একলা নদের দুঃখে ভেসে যেতে ইচ্ছে করে নদী 
স্রোতমুখ এখনো অচেনা
তাদের পূর্বস্মৃতি রাত্রিদিন এখনো তাড়ায়
আগুন-লাভার তাপে দগ্ধ হয় বুক

কখন আসবে মারি, ঝড়ঝঞ্ঝা, তারাপোড়া বালি
স্বপ্ন দেখে, কেউ তাকে, সাবলীল, নীরবে থামায়
একলা পুরুষদুঃখে ভেসে যেতে ইচ্ছে করে নদী


আত্মগত

ধলুয়ার মাঠে এসে এ-গজল করেছি রচনা 
এই লাল গোধূলিবেলায়
আজ যার গরুবারি ছিল, অস্ত যাওয়ার আগে 
সে-রাখাল চলে যাচ্ছে লম্বা গোঠ নিয়ে

তোমার হৃদয়ে ওই মাঠহর্ষ বর্ষিত হোক

তোমাকে অবাক করে দিয়ে ডেকে ডেকে 
চলে যাচ্ছে দীর্ঘ হংসসারি
যেভাবে এসেছে হাওয়া সেভাবেই ফিরে চলে যায়  
দুর্গত গাছেরাও মৃদুমন্দ দোলে

তোমার মননে তার পত্রহর্ষ বর্ষিত হোক

দূরে দূরে, তবু শা-রগের পাশে চোখ খোলা যার, 
তার কাছে এই কথা পৌঁছে দিতে বসে আছি আমি:
আমার গজল যেন আর্তনাদ করে না কখনো


আগুন

আগুনের পাশে বসে মনে মনে বহুদূরে ফিরে যাচ্ছি আমি

মূলত বসে আছি আগুনের পাশে, 
বহু রূপে বহু ভাবে ছুঁয়ে যাচ্ছে আগুন আগুন

পাশে এসে আর কোনোদিন বসব না, মনে মনে এইসব ভাবি 
তবু ঠিক আগুনেরই পাশে প্রতিদিন বসে থাকি আগুনপাগল


২০ ও ২১

বড়ো হতে হতে ছোটো হয়ে যায় দিন, ছোটো হতে হতে বড়ো হয়ে যায় রাত; দীর্ঘ হতে হতে হ্রস্ব হয়ে যায় দিন, হ্রস্ব হতে হতে দীর্ঘ হয়ে যায় রাত; শ্বাস নিতে নিতে লাশ হয়ে যায় পাখি, লাশ হতে হতে সব নির্জীব থাকি...