• ডিসেম্বর ২৩, ২০২৪

 

পর্যটক ও শিক্ষক। জন্ম ৬ এপ্রিল ১৯৭৬ সাল, ঢাকায়। ঘুরে রেড়িয়েছেন ৪৯টি দেশের ২৬৪টি শহরে ও বাংলাদেশের ৬৪ জেলা। বর্তমানে কাজ করছেন তাঁর ব্যক্তিগত অর্থায়নে করা একটি প্রজেক্ট QUEST- a heritage journey of Bangladesh নিয়ে। এই প্রজেক্টের উদ্দেশ্য বাংলাদেশে হেরিটেজ ট্যুরিজম বিকাশের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি ও পর্যটন শিল্পে তরুণ উদ্যোক্তা সৃষ্টি করা। এশিয়ার ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে তাঁর দুটি বই এলিজাস ট্রাভেল ডায়েরি ও এলিজাস ট্রাভেল ডায়েরি ২। পাশাপাশি তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াতে।