• ডিসেম্বর ২২, ২০২৪

প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, অনুবাদক ও সম্পাদক। জন্ম  ২৭ মার্চ ১৯৬৩ সালে, ঢাকায়। পড়াশোনা বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতকোত্তর। ছোটদের জন্য গল্প, কবিতা ও প্রবন্ধ লিখে প্রথম দিকে পরিচিতি পান। সাম্প্রতিক কালে সমাজ-চিন্তা, সাহিত্য-গবেষণামূলক প্রবন্ধ এবং সংস্কৃতি বিষয়ক রচনায় সক্রিয়। বাংলাদেশের শিশুসাহিত্য, লিটল ম্যাগাজিন ও পুস্তক-প্রকাশনা তাঁর মনোযোগের ক্ষেত্র। অনুবাদ-রূপান্তর ও পুনর্কথনমূলক রচনাও রয়েছে কিছু। মোট বইয়ের সংখ্যা সত্তরের কাছাকাছি। বইয়ের জগৎ নামে বই-সমালোচনা বিষয়ক ত্রৈমাসিক লিটল ম্যাগাজিনেরও সম্পাদক তিনি। পেশাগত জীবনে রয়েছে সাংবাদিকতা, মুদ্রণ-ব্যবস্থাপনা, সংস্কৃতিধর্মী টিভি অনুষ্ঠান উপস্থাপনা এবং শিক্ষা ও সংস্কৃতিধর্মী প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্রের গঠন যুগের দীর্ঘ ১৭ বছরের নানামুখী সক্রিয়তার অভিজ্ঞতা। ২০১৭ সাল থেকে নিউ ইয়র্কবাসী।