• ডিসেম্বর ২১, ২০২৪

লেখক ও সাংবাদিক। জন্ম ১৭ জুলাই ১৯৭৮ সালে, ঢাকার টিকাটুলিতে। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। অশ্বপাল সম্পর্কিত কিছু কাব্যবোধ, রবিবার বিহীন একটা সপ্তাহ চাইএকজোড়া কালোবিড়ালের পোষমানামানি তার কবিতার বই। গল্পের বই সিঁড়িতে সবুজ ফড়িং। গবেষণাধর্মী বই ঈশপের পশুপাখি। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লিফ স্টর্ম, নো ওয়ান রাইটস টু দ্য কর্নেল, ইন ইভিল আওয়ার, অব লাভ অ্যান্ড আদার ডেমনস ও স্টোরি অব এ শিপরেকড সেইলর উপন্যাসের অনুবাদ করেছেন। মার্কেজের ছোটগল্পের অনুবাদ সংকলন প্রকাশিত হয়েছে প্রেম নয়, মৃত্যুই অনিবার্য শিরোনামে। নানা বিষয়ে লেখেন ছোট কাগজ ও দৈনিকের সাময়িকীতে। বর্তমানে কাজ করেন বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে।