• ডিসেম্বর ২২, ২০২৪

 

লেখক, গবেষক ও অনুবাদক। জন্ম ৩ জুন ১৯৫৯ সালে, ময়মনসিংহ শহরে। সাহিত্য ও অর্থনীতি তাঁর দুটি প্রধান ক্ষেত্র। কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে গবেষণার জন্য তিনি প্রসিদ্ধি অর্জ্জন করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩০। দুর্নীতির অর্থনৈতিক ব্যাখ্যা সংবলিত বহুলপঠিত গবেষণাগ্রন্থ করাপট্ ব্যুরোক্র্যাসি এন্ড প্রাইভেটাইজেশন অব ট্যাক্স ইনফোর্সমেন্ট [Corrupt Bureaucracy and Privatization of Tax Enforcement] ২০০৬-এ প্রকাশিত হয়। তাঁর গুরুত্বপূর্ণ প্রকাশনা কর্ম হলো কবি জীবনানন্দ দাশের সকল প্রবন্ধের সংকলন প্রকাশ [১৯৯০, ২০২১], রূপসী বাংলা কাব্যগ্রন্থের মূলানুগ শুদ্ধ সংস্করণ প্রকাশ [২০১৯] এবং জীবনানন্দ দাশের চিঠিপত্র প্রকাশ [২০১৫]। চটি সাহিত্যের  পূর্ব-পশ্চিম [২০১৪] তাঁর গবেষণাগ্রন্থ। তাঁর প্রকাশিতব্য দুটি গ্রন্থ Markets in Corruption এবং Rent Seeking Bureaucracy। তিনি বাংলা ভাষার অভিধানের জন্যে ১০০০ শব্দ সংকলন করেছেন যা অচিরেই প্রকাশিত হবে।