• ডিসেম্বর ২২, ২০২৪

চিত্রশিল্পী, শিল্প সমালোচক ও লেখক। জন্ম ১৯৬৮ সালে, ঢাকায়। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে। ২০০২ সালে দ্য বডি অফ এভিডেন্স শিরোনামে তাঁর প্রথম একক প্রদর্শনী হয় জয়নুল গ্যালারি, ঢাকায়। দেশে-বিদেশে অসংখ্য একক ও যৌথ প্রদর্শনীতে তাঁর শিল্পকর্ম প্রদর্শিত হয়। ১৯৯২ সালে তিনি পোলান্ড থেকে স্মল ফর্ম গ্রাফিকস-এ সম্মানজনক ডিপ্লোমা অর্জন করেন। সম্পাদনা করেছেন চিত্রকলা বিষয়ক নামকরা ম্যাগাজিন ডেপার্ট। বর্তমানে ইংরেজি দৈনিক নিউ এইজ পত্রিকায় কাজ করছেন তিনি।