• ডিসেম্বর ২২, ২০২৪

 

কথাসাহিত্যিক। জন্ম ৯ অগাস্ট, ১৯৮৭, ঢাকায়। আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক। কর্মজীবনে প্রকৌশল ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৭ সাল থেকে লেখালেখিই একমাত্র পেশা। বাস্তব, অধিবাস্তব, বৈজ্ঞানিক, অতিপ্রাকৃতিক গল্প নিয়ে কাজ করতে ভালোবাসেন। লেখালেখির পাশাপাশি ছবি আঁকেন। লেখক হওয়ার অনুপ্রেরণা গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। লেখালেখির প্রেরণা, নিজ ভাষায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দোপাধ্যায়, হুমায়ূন আহমেদ। বিদেশি ভাষায়, ফিওদর দস্তয়েভস্কি, ফু সুংলিং, হারুকি মুরাকামি। আঁকায় প্রেরণা অবনীন্দ্রনাথ ঠাকুর, কেন্তারো মিউরা। প্রকাশিত গ্রন্থ  উপন্যাস জঠর [২০১৫], কারখানার বাঁশি [২০১৮], জাদুকরী ভ্রম [২০২০], লিন্ডার বাগানবিলাস [২০২১]।  গল্পের বই সোনাইলের বনে [২০১৯], এক সন্ধ্যায় শ্যামশ্রী রায় [২০২২]। ২০১৯ সালে কথাসাহিত্যের জন্যে জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার ২০১৮ সম্মাননায় ভূষিত হন।