• ডিসেম্বর ২৩, ২০২৪

 

কবি, প্রাবন্ধিক, অনুবাদক। জন্ম ২ চৈত্র ১৩৭১ বঙ্গাব্দ, কুমিল্লা, বাংলাদেশ। প্রকাশিত   কবিতার বই লগপুস্তকের পাতা [১৯৯৮], আয়না ও প্রতিবিম্ব [২০০৩], সমুদ্র, বিষণ্নতা ও অলীক বাতিঘর [২০০৭], পাখিদের নির্মিত সাঁকো [২০১০], হারানো ফোনোগ্রাফের গান [২০১২], তবে এসো, হে হাওয়া হে হর্ষনাদ [২০১৪]। প্রবন্ধ ভাবনাবিন্দু [২০০২], ভাবনা ও নির্মিতি [২০০৪], মৃত্যুর সমান অভিজ্ঞ [২০০৯], কবিতার অন্ধনন্দন [২০১০], নির্বাচিত প্রবন্ধ [২০১৫], আত্মধ্বনি [২০১৬], অস্তিত্ব ও আত্মহত্যা [২০১৭]। অনুবাদ আমি শূন্য নই, আমি উন্মুক্ত : টোমাস ট্রান্সট্যোমারের কবিতা [২০১২], নির্বাচিত কবিতা: ইয়েহুদা আমিচাই [২০১৩], মেঘ বৃক্ষ আর নৈঃশব্দের কবিতা : চেশোয়া মিউশ [২০১৪], বহু হও ব্রম্মাণ্ডের মতো : ফের্নান্দ পেসোয়া ও তাঁর কবিতা [২০১৬]।