• ডিসেম্বর ২২, ২০২৪

 

লেখক, বুদ্ধিজীবী ও সম্পাদক। জন্ম ১৯৪৬ সালের ২ জানুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে পরিসংখ্যানে স্নাতকোত্তর। তিনি সাপ্তাহিক একতার প্রথমে ভারপ্রাপ্ত সম্পাদক [১৯৭০-৭৩] এবং পরে সম্পাদক ছিলেন [১৯৭৩-৯১]।  সম্পাদক ছিলেন ভোরের কাগজ [১৯৯২-৯৮] পত্রিকার। প্রথম আলোর সম্পাদক ১৯৯৮ সাল থেকে।  উল্লেখ্য ছাত্র জীবনে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্য ছিলেন এবং ১৯৬২-১৯৬৬ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ছিলেন। ১৯৬৫-১৯৬৮ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সক্রিয় কর্মী হিসাবে তিনি ১৯৭৩-৯০ সাল পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ছিলেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ আকাশভরা সূর্যতারা : কবিতা-গান-শিল্পের ঝরনাধারায় [২০১৪], কার রাজনীতি কীসের রাজনীতি [২০০৪], ইতিহাসের সত্য সন্ধানে, বিশিষ্টজনদের মুখোমুখি [২০০৪], ধনীক গোষ্ঠীরর লুটপাটের কাহিনী [যৌথ ১৯৮৭], খোলা হাওয়া খোলা মন [১৯৮৮], এক দফা, এরশাদ সরকার ও বিকল্প ভাবনা [১৯৮৮]। উল্লেখযোগ্য সম্পাদিত গ্রন্থ যেখানে আমাদের আশা [২০০৪], আমার স্বপ্ন [২০০৪], কৃতিদের মুখ [২০০৪], আমার ভালোবাসা [২০০৪], এখনই যা করতে হবে [২০০৪], আমাদের কালের নায়কেরা [২০০৩], একুশের পটভূমি একুশের স্মৃতি [২০০৩], স্বাগত ২০০০ [২০০১], প্রথম আলোর মুক্ত সংলাপ [২০০১]। তিনি ২০০৫ সালে ‘সাংবাদিকতা, সাহিত্য ও সৃজনশীল যোগাযোগ’-এ রামোন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।