• ডিসেম্বর ২২, ২০২৪

 

কবি।  জন্ম ২৫ আগস্ট ১৯৭৮, নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর গ্রামে। শিক্ষাজীবনের শুরু এবং শৈশবের প্রথম অংশ কেটেছে এখানে। একই উপজেলার হাজরাগাতীতে তার স্থায়ী বাস। পড়াশোনা করেছেন বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে। প্রকাশিত কাব্যগ্রন্থ জল ও জলপাই [২০০৮], বাইরে দুপুর ভিতরে ভৈরবী [২০১১], জলসায়ররে পলি [২০২০],  হট্টিটিগুছ [সম্মিলিত, ২০০০] । সম্পাদনা: শূন্যদশকের প্রেমের কবিতা [যৌথ]। বর্তমানে তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলে জ্যেষ্ঠ প্রযোজক হিসেবে কর্মরত।