• ডিসেম্বর ২২, ২০২৪

কবি ও গদ্যকার। জন্ম ৩ মে ১৯৮৭ সালে, বাংলাদেশের দিনাজপুর জেলায়। প্রকাশিত কবিতার বই আদিম পুস্তকে এইরূপে লেখা হয়েছিল [২০১৫] ও ধুলা পবনের দেশ [২০১৮]। যৌথ সম্পাদনা করছেন ওয়েব পোর্টাল নকটার্ন। সাংবাদিকতা ও স্বাধীন চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। বর্তমান আবাস ঢাকায়।