• ডিসেম্বর ২৩, ২০২৪

কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক। জন্ম ১৯৪৮ সালের ১৬ আগস্ট, গাজীপুরের দক্ষিণবাগ। ১৯৭০ সালে তিনি জগন্নাথ কলেজ থেকে স্নাতক পাস করেন। লেখালেখির শুরু ছাত্রজীবনে। তাঁর টুকা কাহিনী প্রকাশের পর পাঠকমহলে বিপুল সমাদৃত হয়। উল্লেখযোগ্য গল্পগ্রন্থ  পরমানুষ, মাছের রাত চৈতার বউ গো।  উপন্যাস  অপরূপ বিল ঝিল নদী, কহকামিনী, তিয়াসের লেখন, অচিনে আঁচড়ি, মরম বাখানি, এই ঘরে লক্ষ্মী থাকে, ইতু বৌদির ঘর, দখিনা বাও, জলটুঙ্গি, পাপপুণ্যি, ঘরবাড়ি, দম্পতি বলো কি অনুভব।  আত্মজীবনী আঁকিবুঁকি অতলের কথকথা। কিশোর গল্পগ্রন্থ গাঁওগেরামের গল্পগাথা, নেজাম ডাকাতের পালা ভালো ভূত আর প্রাচীনগীতিকার গল্প। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার, জসীমউদ্দীন স্মৃতি পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কারও পেয়েছেন। ২০২১ সালে বাংলা ভাষা ও সাহিত্যে তিনি একুশে পদকে সম্মানিত হন। বুলবুল চৌধুরী ২০২১ সালের ২৮ আগস্ট মৃত্যুবরণ করেন।