• জানুয়ারি ০৫, ২০২৫

কবি ও গদ্যকার। জন্ম ১০ মার্চ ১৯৭৩ সালে, চট্টগ্রামের সন্দ্বীপে। পড়াশোনা লোকপ্রশাসনে সম্মানসহ স্নাতকোত্তর। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে পত্রিকা-এনজিও-গবেষণা সংস্থায় কাজ করেছেন। বর্তমানে শিক্ষকতা পেশায় যুক্ত। প্রকাশিত কাব্যগ্রন্থ দুটি: আটটি পাতার তলে ফাল্গুনীর চোখ [২০০৮] ও নিসর্গের বাঁশি বাজে বিপ্লবীর বুকে [২০২১]। নিয়মিত লিখছেন বিভিন্ন পত্র-পত্রিকায়।