তর্ক বাংলায় অভূতপূর্ব সাড়া
তর্ক বাংলা প্রকাশিত হয়েছে ১লা বৈশাখ ১৪২৮ বাংলা [১৪ এপ্রিল ২০২১]। প্রকাশের পর থেকে তর্ক বাংলা পাঠক, শিল্পী, লেখক ও শুভাকাঙ্ক্ষীদের অভূতপূর্ব সাড়া পেয়েছে। অনেকে নানা পরামর্শ ও লেখা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমাদের পাঠক সংখ্যা ৫০ হাজার ছুঁয়েছে। আমরা আনন্দিত। প্রিয় পাঠক, শিল্পী, লেখক আর শুভানুধ্যায়ীরা সাদরে গ্রহণ করেছেন তর্ক বাংলাকে। আপনাদের সহৃদয় সহযোগিতা আমাদের পাথেয়। আমরা আশাকরি, তর্ক বাংলা আপনাদের লেখার, পাঠের ও চিন্তার অংশীদার হবে নিয়মিত। মহামারীর সংকটময় সময়ে সাহিত্যই অন্য এক আশ্রয়। আপনার একাকিত্বের বন্ধু। তর্ক বাংলার সঙ্গে থাকবেন। ভাল থাকবেন। সবার মঙ্গল হোক। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
তর্ক বাংলায় লেখা পাঠানোর জন্য উন্মুক্ত।
►►► লেখা পাঠান
ঈদ মোবারক!
Ahmed Nakib
মে ১৩, ২০২১ ১২:৩২