শিল্পী ঢালী আল মামুনের একক চিত্রকর্ম প্রদর্শনী

তর্ক বাংলায় চলছে বাংলাদেশের আশির দশকের খ্যাতিমান চিত্র শিল্পী ঢালী আল মামুনের একক অনলাইন চিত্রকর্ম প্রদর্শনী। শিরোনাম শতাব্দীর আখ্যান। আয়োজনে তর্ক বাংলা। এটি তর্ বাংলার সপ্তম আয়োজন। প্রদর্শনীটি চলবে ৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২১ সাল নাগাদ।    

প্রদর্শনী দেখতে এই লিংকে ক্লিক করুনশতাব্দীর আখ্যান