আসছে চিত্রশিল্পী রফিকুন নবীর সাক্ষাৎকার

তর্ক বাংলায় আগামী নভেম্বর সংখ্যায় আসছে বাংলাদেশের অন্যতম খ্যাতিমান চিত্রশিল্পী ও কার্টুনিস্ট রফিকুন নবীর সাক্ষাৎকার। ষাটের দশকের এই অনন্য চিত্রশিল্পীর রাজনৈতিক কার্টুন টোকাই তাঁর শিল্পকর্মকে কিংবদন্তি ও মিথে পরিণত করেছিল। ২০০৮ সালে তাঁর সাক্ষাৎকারটি নিয়েছেন লেখক ও শিল্প সমালোচক সাখাওয়াত টিপু এবং লেখক ও চলচ্চিত্র পরিচালক মঈনুল শাওন।