তর্ক বাংলার সেপ্টেম্বর সংখ্যায় যা আছে
নতুন রূপে তর্ক বাংলা। এ সংখ্যায় আছে চিত্র শিল্পী মনিরুল ইসলামের সাক্ষাৎকার, শার্ল বোদলেয়ার, মঙ্গলেশ ডবরালের অনূদিত কবিতা ও গাস্তন ডোরেনের অনূদিত গদ্য। প্রবন্ধ লিখেছেন মাহবুব হাসান, খন্দকার সাখাওয়াত আলী, হাফিজ রশিদ খান, সৈয়দ রিয়াজুর রশীদ, ফকরুল চৌধুরী ও মোহাম্মদ নূরুল হক। কবিতা লিখেছেন সেলিনা শেলী, অমিতরূপ চক্রবর্তী, আজিম হিয়া। গল্প লিখেছেন মঞ্জু সরকার, আহসান ইকবাল, ইসরাত জাহান। সমালোচনা লিখেছেন আনোয়ারা আল্পনা, উপল বড়ুয়া, লাবণী মণ্ডল। ভ্রমণ কাহিণী লিখেছেন আবদুর রব। এছাড়াও সংস্কৃতি বিভাগে লিখেছেন আদনান সৈয়দ ও মঈনউল ইসলাম। থাকছে প্রদর্শনী।