আসছে তর্ক বাংলার বিশেষ গল্প

 

তর্ক বাংলার সঙ্গে প্রথম চুক্তি হলো লন্ডনের দ্য ওয়েলি এজেন্সির। ইসরাইলের নামজাদা কথাসাহিত্যিক এৎগার কেরেতের দুটো গল্পের বাংলা অনুবাদ প্রকাশের অনুমতি পেল তর্ক বাংলাতর্ক বাংলার পক্ষে চুক্তি সম্পন্ন করেন বাংলাদেশের কথাসাহিত্যিক ও অনুবাদক মশিউল আলমতর্ক বাংলা সবার কাছে কৃতজ্ঞ। এৎগার কেরেতের হঠাৎ দরজায় ঠকঠক [Suddenly, a knock on the door] গল্পটি আসন্ন অক্টোবর সংখ্যায় প্রকাশিত হবে।