হালকা রোদের দুপুর

 

২৫
একলা ছিল নরম রোদের দিন। কোত্থেকে তার বন্ধু হলো গাছ, বন্ধ হলো ঘুম! অনেক উপদ্রব ছিলো বিকেলের ছোট বোন, বসন্তের ঐপারে। শহরের কোলে পাথরকুচি এক, নিতান্তই অবহেলায় ঝরে। অবাক আমার বিব্রত এই চোখে, উজ্জ্বল হাঁস পালক ভেজায় সুখে। বাচ্চাগুলো খরগোশছানা হয়ে এদিক-ওদিক বরফ ছুড়ে মারে, বৃষ্টিরাগে জানলা খোলা মোজার্টের ঐপারে। আস্তেওই রূপ আসে ব্যাপক সুন্দর, বিপুল কান্না হয়ে। আনন্দের শয্যাপাশে গেঁথে রাখে যিশুর ক্রন্দন


২৬
কে তুমি রবির স্বপ্নে ঢুকে হরণ করো ঘুম? করো বিবিধ আস্ফালন? রাতজাগা শেষে বরং আমার সঙ্গে চলো। প্রেমটেম সব বোরিং ব্যাপার। ছেলেমেয়েগুলো যার-তার কাছে ভালোবাসা চায়! কণ্ঠ থেকে খুলে পড়ে কঙ্কাল, সে রূপ নয়নতারার মতো। আকস্মিক জেগে ওঠে সূর্যলতা ফুল, আকাশ দেখার ছলে, ছবির ছলনায়। অবাক পরিখা এত যে ডাকছ, গেলাম নাহয় তোমার কাছেই ধরো, ফিরবো কোথায়?


২৭
প্রতিবেশী আগুনের প্রতি অপার হয়ে বসে আছো। অনেক খেলার শেষে হেরে যাওয়া ট্রফিকে দিয়েছো গোপন উল্লাস। ধনুকের তার থেকে হারিয়ে ফেলেছো সুর, সঙ্গ ও সমূহ কম্পন। এসেছিলে একবার, আগুনের সমান বয়সী প্রেমনিবেদন নিয়ে। গিলে ফেল ব্যক্তিগত টেম্পারেচার। আকস্মিক জল আহামরি নয়। সকল রোদের ছটা প্রকাশ্যে আসেনি। মাঠে হাহাকার; খেলাধুলা নাই। আকাশগঙ্গায় তবু যুক্ত হচ্ছি বিবিধ খেলায়। বিহ্বল দুপুরে অট্টহাসি প্রসব করছে ওরা মজাদার রেসিপির ভেতর। আমি হারছি না, অন্য কেউ জিতে যাচ্ছে খুব


২৮
শহুরে গানজুড়ে বেপথু অট্টহাসি, কালো মৌতাত, নিষ্ফলা স্বপ্নদৃশ্য। আর কী আছে ঝাঁঝালো সাংস্কৃতিক সন্ধ্যায়? নিমোকহারাম মৃতদেহ থেকে খুলে রাখো রঙিন
ব্যাজগুলি, যা তারা লুট করেছে জাদুকরের মতো। কালো দস্তানায় বন্দি করো সমবেত আর্তনাদ; ফেলে আসা গিটারের কড আর এদিক-সেদিক পড়ে থাকা উপমাগুলো। মেলে ধরো আগমনীপথ। সকল সুসংবাদ ফিরে যাবে ঘরে, সাধারণ যৌনজীবনের কাছে। অসংখ্য বিভোর ক্ষতচিহ্নে রেখে হাত, মনে পড়বে গতজন্মের সন্ধ্যা, গভীর রাতে যাকে হারিয়ে ফেলেছিলে


২৯
আমার পেয়েছে আনন্দ। দেখি সে তোমার মতোই ভালো। সারাদিনমান বিরক্ত করে না, সারা রাত্রি নির্ঘুম রাখে না, রোজ ঘন ঘন কাছেই ঘেঁষে না। আমার কতো না উল্লাস, জানে জতুগৃহ। ফিরিয়ে দিয়েছি কান্নার সংকেত। লালচোখ থেকে প্রতারণা খুলে নাও, দেখাও নিরং লাভা। তাকে তাকে সাজানো উদ্দাম নাচননির সিম্ফনি! শোনা যায় দূরের হ্রেষাভূমিতে পাতো কানশোন। পাহাড় ডিঙাতে আসছে ক্রুদ্ধ ঘোড়া, সেপ্টেম্বরে আর্তনাদের স্বরে