যে মেয়েরা বেড়ে উঠছে

 

কমলা ভাসিন [Kamla Bhasin]

কবি, লেখক ও সমাজ বিজ্ঞানী। জন্ম ১৯৪৬ সালে, ভারতের পাঞ্জাবে। দেশ ভাগের সময়ে জন্ম বিধায় তিনি নিজেকে বলতেন মধ্যরাত্রির প্রজন্ম। তিনি ভারতীয় সমাজ উন্নয়নে বিশেষত নারী মুক্তি ও উন্নয়নে আজীবন কাজ করে গেছেন। কমলা ভাসিনকে বলা হয় আধুনিক ভারতীয় নারীবাদের অন্যতম পুরোধা। তিনি জাতিসংঘে বহুদিন কাজ করে ভারতে সঙ্গত [আ ফেমিনিস্ট নেটওয়ার্ক] নামে একটি সংগঠন শুরু করেন। সংগঠনটি নারীদের জন্য এক মাসের কোর্স চালু করে ১৯৮৪ সালে, যার মূল উদ্দেশ্যদক্ষিণ এশিয়ার নারীদের মধ্যে সামাজিক আইন, অধিকার এবং নারীবাদ বিষয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে নারী মুক্তি ও উন্নয়ন করা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক সম্মিলনে স্বরচিত আজাদী কবিতা পড়ে সবাইকে তাক লাগিয়ে দেন আজন্ম লড়াকু ভাসিন। এই কবিতায় তিনি নারীমুক্তির কথা বর্ণনা করেছেন, যা পরে বিখ্যাত স্লোগানে পরিণত হয়। কমলা ভাসিন রচিত বিখ্যাত বই Laughing Matters [co-authored with Bindia Thapar], Borders and Boundaries: Women in India’s Partition, Understanding Gender, Understanding Masculinity, What is Patriarchy?, Feminism and it’s relevance in South Asia. কিংবদন্তী এই নারী আন্দোলনের নেত্রী, সমাজ বিজ্ঞানী ও কবি ২৫ সেপ্টেম্বর ২০২১ সালে মৃত্যু বরণ করেন। তাঁর Rising Girls কবিতাটি নেওয়া হয়েছে সঙ্গত থেকে। 

ভূমিকা ও অনুবাদ শাফিনূর শাফিন

কমলা ভাসিন © নুরুন্নবী চৌধুরী হাসিব

যে মেয়েরা বেড়ে উঠছে

মেয়েরা ঝোড়ো হাওয়ার মতো,
আনন্দে ঘুরে ঘুরে বেড়ায় মুক্ত।
কোনো কারণ ছাড়া থেমে যাওয়া,
তারা মানতেই পারে না।

মেয়েরা ফুলের মতো,
সুগন্ধ বিলাতে যত আনন্দ।
নিষ্ঠুরভাবে পিষ্ট হওয়া,
তারা মেনে নিতে পারে না।

মেয়েরা পাখির মতো,
স্বাধীনভাবে ওড়াতে যত আনন্দ।
ডানা ছেঁটে ফেলাটা,
তারা মানতেই পারে না।

মেয়েরা হলো সূর্যের মতো,
আলো ছড়াতেই তাদের আনন্দ।
পর্দায় ঢেকে যাওয়া,
তারা মানতে পারে না।

এবং...
মেয়েরা হলো পাহাড়ের মতো,
মাথা উঁচু রাখাতেই তাদের আনন্দ।
মাথা নত করে বাঁচা,
তারা মানতে পারে না।