• জানুয়ারি ১৫, ২০২৫

 

কবি, কথাসাহিত্যিক ও অনুবাদক। জন্ম ১৯৬৮ সালে, ঢাকায়। স্নাতকোত্তর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কাব্যগ্রন্থ টেনে যাচ্ছি কালের গুণ, ধ্বনিময় পালক, ধাঁধাশীল ছায়া, জন্মান্ধের স্বপ্ন, সার্কাসের মেয়ে ও অন্যান্য কবিতা, The shadow of illusion Blind Man's Dream. গল্পগ্রন্থ তামাকবাড়ি, আবার কাৎলাহার, ঢুলকিপুরাণনাবিকের জুতো। প্রবন্ধগ্রন্থ বাংলাদেশের কবিতার নন্দনতত্ত্ব, হাজার বছরের বাংলা কবিতা, জীবনানন্দ দাশ ও অন্যান্য, বাংলা সাহিত্যে নারীবাংলা উপন্যাস অধ্যয়ন। অনুবাদ করেছেন চৌদল ঐকতান: টি. এস. এলিয়ট, ধূসর বুধবার: টি. এস. এলিয়েট, বালি ও ফেনা: কাহলিল জাফরানহল্লা: অ্যালেন গিনসবার্গ। একাধিক ভাষায় অনূদিত হয়েছে তাঁর কবিতা। পেয়েছেন বেশ কিছু সাহিত্য সম্মাননা। বর্তমানে দর্শন বিষয়ে অধাপনা করছেন।