• ডিসেম্বর ২১, ২০২৪

রুশ কথাসাহিত্যিক ফিওদর দস্তইয়েফস্কি। ১৮২১ সালের ১১ নভেম্বর [পুরনো রীতি ৩০ অক্টোবর] জন্মগ্রহণ করেন। ফিওদর দরিদ্রদের জন্য নির্মিত মারিন্‌স্কি হাসপাতাল এলাকায় তাঁর পারিবারিক বাড়িতে বেড়ে ওঠেন। এটি ছিল মস্কোর সীমান্তবর্তী নিম্নবিত্ত শ্রেণির জেলা। তিনি শৈশবেই সাহিত্যের সাথে পরিচিত হন। তিন বছর বয়স থেকে দাত্রী আলেনা ফ্রোলভ্‌না তাঁকে বীরত্বপূর্ণ গাঁথা, রূপকথার গল্প ও কিংবদন্তির গল্প পড়ে শুনাতেন। বয়স যখন চার মা তাঁকে পড়া ও লেখা শিক্ষা দিতে বাইবেল ব্যবহার করতেন। আর এসবই তাঁকে পরে সাহিত্যিক হতে উৎসাহিত করে। প্রধান সাহিত্যকর্মের মধ্যে ক্রাইম এ্যান্ড পানিসমেন্ট, দি হাউজ অফ দি ডেড, দি ইডিয়ট, দি গ্যাম্বলার, নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড, দি ব্রাদারস কারামাজভ  উল্লেখযোগ্য। তাঁর লেখনী রাশিয়ায় এবং রাশিয়ার বাইরে ব্যাপক হারে পঠিত এবং তাঁর পরবর্তী একাধিক লেখককে প্রভাবিত করেছে। দস্তইয়েফস্কি ১৮৮১ সালের ৯ ফেব্রুয়ারি [পুরনো রীতি ২৮ জানুয়ারি] মস্কোতে মৃত্যুবরণ করেন।