জন্ম ঢাকায়, ১৯৬৫ সনে। ১৯৯৫ থেকে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস। প্রকাশিত কাব্যগ্রন্থ : তনুমধ্যা [১৯৯০], পুলিপোলাও [২০০৩], কবিতাসংগ্রহ [২০০৬], ঝালিয়া [২০০৯], মর্নিং গ্লোরি [২০১০], ভেরোনিকার রুমাল [২০১১], হাওয়া-হরিণের চাঁদমারি [২০১১], আমাকে ধারণ করো অগ্নিপুচ্ছ মেঘ [২০১২], Ragatime [২০১৬], শ্রেষ্ঠ কবিতা [২০১৮], ইশকনামা [২০১৯], দশ মহাবিদ্যা [২০২০], ছুরিতে ঠিকরানো আঁধিয়ার [২০২০], ডাকা ঢাকে [২০২১]। গদ্যগ্রন্থ : কালকেতু ও ফুল্লরা [উপন্যাস ২০০২, পুনঃ ২০১৯], মাতৃমূর্তি ক্যাথিড্রাল [গল্প ২০০৪, পুনঃ ২০১৯], চণ্ডীদাস দ্যাখে যুগ যুগ [প্রবন্ধ, প্রকাশিতব্য]। অনুবাদ : অন্তউড়ি [চর্যাপদের পদ্য-রূপান্তর, ১৯৮৯], নির্বাচিত ইয়েটস [ডব্ল্যু বি ইয়েটসের নির্বাচিত কবিতার অনুবাদ, ১৯৯৬], এলিয়টের প’ড়ো জমি [টি এস এলিয়টের ‘দ্য লাভ সং অব জে. অ্যালফ্রেড প্রুফ্রক’ এবং ‘দ্য ওয়েস্ট ল্যান্ড’-এর অনুবাদ, ১৯৯৮], কবিতা ডাউন আন্ডার [নির্বাচিত অস্ট্রেলিয় কবিতার অনুবাদ, অংকুর সাহা ও সৌম্য দাশগুপ্ত-র সাথে, ২০১০], স্বর্ণদ্বীপিতা [বিশ্ব-কবিতার অনুবাদ ২০১১]। সম্পাদনা : প্রসূন [যৌথ], অগ্রবীজ [যৌথ]।