• ডিসেম্বর ২২, ২০২৪

 

প্রাবন্ধিক ও সম্পাদক। জন্ম কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায়, ১৯৬৮ সালে। তিনি ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জীবনানন্দ দাশের ছোটগল্প : জীবনজিজ্ঞাসা ও শৈলী-বিচার শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন। প্রকাশিত গ্রন্থ জীবনানন্দ দাশের ছোটগল্প : জীবনজিজ্ঞাসা ও শৈলী-বিচার [২০০৬], ভারতীয় শাস্ত্রে নারীকথা [২০১০], রবীন্দ্রকাব্যে আলোকভাবনা [২০১০], রবীন্দ্রচেতনায় নারী [২০১২], নজরুল-টোটেম [২০১৫], জীবনানন্দ দাশ [২০১৮], কবিতায় নৃগোষ্ঠী : মূলত কেন্দ্র থেকে দেখা [২০২০], খাদ্য, কিন্তু আহার্য নয় [২০২১]। সম্পাদনা করছেন সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক উলুখাগড়া। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক।