• জানুয়ারি ১৫, ২০২৫


সাংবাদিক ও লেখক। জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতেকোত্তর। ফটোগ্রাফি ও শিল্পকলার ইতিহাসে করেছেন ডিপ্লোমা কোর্স। সাংবাদিকতার শুরু ২০০৭ সালে। বর্তমানে প্রথম আলোতে কর্মরত আছেন। ছবি তোলার পাশাপাশি লেখালেখি করছেন। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৮। ফটোগ্রাফি ডিকশনারিক্যামেরার মনফটোসাংবাদিকের নোটবুকআলোকচিত্রপুর তাঁর ফটোগ্রাফি বিষয়ক বই। তাঁর প্রথম গল্পগ্রন্থ না প্রেম না শরীর ফটোগ্রাফি ও লেখালেখির জন্য পেয়েছেন ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিক স্যালন অব জাপান পুরস্কার, অগ্রণী ব্যাংক-বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড, ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড, দৈনিক ইত্তেফাক-ক্যানন ফটোগ্রাফি পুরস্কার, রিডারস ডাইজস্টে আনসিন এশিয়া ফটো কন্টেস্ট পুরস্কারসহ বেশকিছু পুরস্কার।