• ডিসেম্বর ৩১, ২০২৪

আমেরিকান কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। জন্ম ১৯০১ সালের ১ ফেব্রুয়ারি, মিসৌরি রাজ্যে। কাব্য আন্দোলন জাজ পোয়েট্রি তত্ত্বের অন্যতম জনক। আমেরিকান কিংবদন্তী এই কবি বেঁচে ছিলেন মাত্র ৬৬ বছর। তাঁর কাব্যগ্রস্থ ১৮ টির অধিক। প্রথম কাব্যগ্রন্থ দ্য ওয়েরি ব্লুজ [১৯২৬]। উপন্যাস আর গল্প মিলিয়ে গ্রন্থের সংখ্যা ১২ টি। প্রবন্ধগ্রন্থ ৮ টি। নাটক ১২ টি। শিশুতোষগ্রন্থ ৮ টি। নিগ্রো জাতির মুক্তির আজীবন লড়াই করেছেন তিনি। ১৯৬৭ সালের ২২ মে ইহকাল ত্যাগ করেন তিনি।