• ডিসেম্বর ২২, ২০২৪

কবি ও প্রাবন্ধিক। জন্ম ১৯৮৫ সালে, চাঁদপুর জেলার শাহরাস্তিতে। অধ্যয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। শিক্ষকতা করছেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে। প্রকাশিত গ্রন্থসমূহ: শামসুর রাহমানের কবিতা: নগর-চেতনা ও নাগরিক অনুষঙ্গ [গবেষণাগ্রন্থ:২০১৫], অচঞ্চল জলের ভিতর নিরাকার বসে [কাব্যগ্রন্থ: ২০১৭], আঙুলের ডগায় সূর্যোদয় [কাব্যগ্রন্থ:২০১৮], শিল্পের করতালি  [প্রবন্ধগ্রন্থ :২০১৯], বিচঞ্চল বৃষ্টিবিহার [কাব্যগ্রন্থ: ২০২০], ভ্রমণে অবাক অবগাহন [ভ্রমণগদ্য: ২০২১], শামসুর রাহমানের কাব্যস্বর [প্রবন্ধগ্রন্থ: ২০২১]। পেয়েছেন নিপ্পন ফাউন্ডেশন অব জাপান [২০০৬] শিক্ষাবৃত্তি। লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ‘রউফিয়ান রিদম সাহিত্য সম্মাননা ২০১৬’, ‘উচ্ছ্বাস প্রহর সাহিত্য সম্মাননা ২০১৯’ এবং ‘সমতটের কাগজ লেখক সম্মাননা ২০২০’।