• জানুয়ারি ১৫, ২০২৫

 

ইতালীয় দার্শনিক এবং রাজনৈতিক তাত্ত্বিক। জন্ম ১৯৪২ সালের ২২ এপ্রিল। ১৯৬০ এর দশকে তিনি সিমন ওইল এর রাজনৈতিক চিন্তা নিয়ে গবেষণা করেন। এই দশকের শেষের দিকে মার্টিন হাইডেগার-এর তত্ত্বাবধানে তিনি হেগেল ও গ্রিক দার্শনিক হেরাক্লিটাসের দর্শন নিয়ে গবেষণা সম্পন্ন করেন। এরপর আগামবেন ভাষাতত্ত্ব, নন্দনতত্ত্ব, অধিবিদ্যা, কাব্যশাস্ত্র ও মধ্যযুগীয় সংস্কৃতি নিয়ে গবেষণা করেন। তিনি বর্তমানে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব ইতালিয়ান সুইজারল্যান্ড-এ শিক্ষকতা করছেন। তাছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পৃথিবীর বিভিন্ন বিশ^বিদ্যালয়ে তিনি অতিথি অধ্যাপক ছিলেন।